বিরোধীদের আরও একবার একহাত নিয়ে তৃণমূল কংগ্রেসের জমানায় দিঘায় উন্নয়নের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘা কী ছিল আর কী হয়েছে। এখন এই কথাই পর্যটকদের মুখে মুখে ঘুরছে। ২০০ কোটি ব্যয়ে দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির।
আরও পড়ুন- বাংলা-পাঞ্জাবে ওবিসি কোটা বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় কমিশনের
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়,”দিঘাতে কে সৈকতসরণি করেছে? বম্বের মতো মেরিন ড্রাইভ? তিনটে সেতু তৈরি করতে হয়েছে। এত সস্তার কাজ এগুলো নয়। শয়ে শয়ে কোটি টাকা খরচ হয়েছে। তাই এখন দিঘায় এলে লোকে বলে কী ছিল আর কী হয়েছে। দিঘায় জগন্নাথের মন্দির থেকে শুরু করে দিঘা গেট থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, জাদুঘর, মাতঙ্গিনী হাজরার বাড়িতে গ্যালারি, পিছাবনী স্মৃতিসৌধ আরও অনেক কিছু করেছি। আমি দিঘা, হলদিয়া, নন্দকুমার, নন্দীগ্রামকে সাজিয়ে দিয়েছি, খেজুরিকে সাজিয়ে দিয়েছি।”
মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন, আমি এখানে অনেক কাজ করেছি। রেলমন্ত্রী থাকাকালীনও করেছি। আমি না থাকলে দিঘা-তমলুক হত না। নন্দীগ্রামে যখন এসেছি, তখন কেউ আসেনি। এখানে কলেজ থেকে শুরু করে জলের লাইন, মাছের ব্যবসা এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য পরিকাঠামো সব করেছি আমি।”