প্রশাসনিক বৈঠক করতে ৩১শে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

দুই জেলার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের নিয়ে স্টেডিয়ামে একটি জনসভাও করতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ এবং মালদা জেলার প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ৩১ জানুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে দুই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর দুই জেলাতে কয়েকশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা জানান, ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী বহরমপুরে মালদহ ও মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করবেন বলে জানতে পেরেছি।

আরও পড়ুন-হচ্ছে সুভাষ উদ্যান, দেড়শো পূর্তিতে বিধায়ক তহবিলের টাকায় সাজছে শহর

মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য ইতিমধ্যেই বহরমপুর স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। দুই জেলার প্রশাসনিক কর্তাদের বসার জন্য সেখানে বড় প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রশাসনিক কর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের সমস্ত বিভাগ এখন উন্নয়নের রিপোর্ট তৈরি করতে ব্যস্ত। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের শীর্ষকর্তা জানান, ‘‘৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত না হলেও আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছি। ওইদিন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার শতাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।’’ দুই জেলার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের নিয়ে স্টেডিয়ামে একটি জনসভাও করতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Latest article