কালীপুজোয় আসছে মহাদুর্ভোগ আর আজ কালীপুজোর উদ্বোধনে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি এদিন বলেন, ‘আগামিকাল অফিসারদের নিয়ে মিটিং করব। আবহাওয়া দেখে বাইরে বেরোবেন।ঝড় বৃষ্টিতে সাবধানে থাকুন। বাজি নিয়ে সজাগ থাকুন। ঝড় হলে আগে নিজেদের জীবন দেখবেন।’
আরও পড়ুন-আমাকেও কিনতে চেয়েছিল বিজেপি, বোমা ফাটালেন সায়ন্তিকা
জানবাজারে আজ বৃহস্পতিবার বিকেলে কালীপুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান ‘জানবাজারে যারা জান দিয়ে পুজো করেন, তাঁদের টানে এখানে আসি। আসতে না পারলে ভাল লাগে না। এটা আমার পার্মানেন্ট জায়গা।’
শুধু তাই নয় মাল নদীতে হরপা বানে নিহতদের নিয়ে এদিন মমতা বলেন, ‘মালবাজারে গিয়েছিলাম আমি। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলাম। আজ সল্টলেক স্টেডিয়ামে গিয়ে কাজ করলাম।’
আরও পড়ুন-ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী নজির
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি আদি গঙ্গার পাড়ে থাকি। এগুলো রানি রাসমণির জায়গা। আমি আমার বাড়ির সামনের ঘাট বানিয়ে দিয়েছিলাম। আমার বাড়ির পুজো ১৯৭৮ সাল থেকে শুরু। এখনও চলে আসছে। অনেকে পুজো শেখাতে আসে। ধর্ম শেখাতে আসে। আদিবাসী, শিডিউল কাস্ট, ব্রাক্ষ্মণ, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধদের মধ্যেও নানা ভাগ আছে। এই ভূমি হল রবীন্দ্রনাথের। তার লেখা জাতীয় সঙ্গীতে একাধিক প্রদেশের নাম আছে।’