প্রতিবেদন : বাংলার প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার তথ্য তুলে ধরে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানালেন রাজ্যের পাওনা ৯০ হাজার কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র। রাজ্যপালের ভাষণের ওপরে ধন্যবাদ জ্ঞাপন করে বুধবার বিধানসভায় বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কেন্দ্র এবং বিজেপির বিরুদ্ধে তিনি ছিলেন আগাগোড়াই আক্রমণাত্মক। তাঁর মন্তব্য, এদের লজ্জা নেই। শুধুই বড় বড় কথা। একের পর এক যুক্তি এবং তথ্য তুলে ধরে চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দেন বাংলা কীভাবে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ এবং সংকীর্ণ রাজনীতির শিকার হচ্ছে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন এবং প্রগতিতে তাঁর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আন্তরিক ভূমিকার কথাও তথ্য দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের কাছে আমরা কোনও সাহায্য পাইনি। এখনও ৯০ হাজার কোটি টাকা পাওনা আমাদের। বিআর জিএফের টাকা দেয়নি, যশের টাকা দেয়নি, আমফানের টাকাও দেয়নি। রাজ্য সরকারের পাওনা টাকাও দিচ্ছে না। অথচ দেশের অর্থনীতি আজ ব্যর্থ, বেড়ে গিয়েছে বেকারত্ব, দেশ পৌঁছে গিয়েছে দুর্যোগের শেষ সীমায়। তবুও এদের লজ্জা নেই। বড় বড় কথা বলছে। কৃষির উন্নয়নে রাজ্যের আন্তরিক ভূমিকা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানালেন, এবারের খরিফ মরশুমে ১৮৪ লক্ষ মেট্রিক টন ধানের ফলন হয়েছে রাজ্যে। এটি সর্বকালের রেকর্ড। ধান উৎপাদনের এলাকাও বেড়ে দাঁড়িয়েছে ৪২ লক্ষ্য ৮৫ হাজার হেক্টর। মুখ্যমন্ত্রীর কথায়, কৃষকরা আমাদের গর্ব। আমরা তাঁদের গাড়িচাপা দিয়ে হত্যা করি না। তাঁদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই কৃষক আন্দোলনকে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গতবছর প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় প্রায় ৪ লক্ষ ৬৮ হাজার হেক্টর জমির দাম ধান নষ্ট হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে ক্ষতিপূরণ পেয়েছেন কৃষকরা। প্রায় সাড়ে ৪ লক্ষ কৃষক ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন। ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ জেলার প্রায় ১৮ লক্ষ কৃষককে ২৬১ কোটি ৬৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ২৩ লক্ষ কৃষক বাংলা শস্যবিমা যোজনার টাকা পেয়েছেন।
আরও পড়ুন-পাঁচ বছরে হয়েছে পঁচিশ কোটির দুর্নীতি, হলদিয়ায় তোলা আদায়ের পর্দাফাঁস