চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি: তরুণ মজুমদারের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

থামলো যুদ্ধ। ৯১ বছর বয়সে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অন্যতম সেরা পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। তাঁর প্রয়াণে শিল্পী মহলে গভীর শোকের ছায়া। তাঁর সঙ্গেই চলচ্চিত্রের একটা যুগের অবসান হল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯১ বছর।”

আরও পড়ুন: না ফেরার দেশে চিত্র পরিচালক তরুণ মজুমদার

মুখ্যমন্ত্রী (Tarun Majumdar- Mamata Banerjee) শোকবার্তায় আরও বলেন, “ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গেছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসংগীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে। তরুণ মজুমদার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র , বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো ইত্যাদি উল্লেখের দাবী রাখে। তিনি পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন।তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Latest article