আজ বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি লোধা-শবরদের উন্নয়নে নতুন কমিটি গড়ার নির্দেশ দিলেন (Mamata Banerjee)। তিনি এদিন বলেন, লোধা শুধু নয়, শবরদের উন্নয়নেও কমিটি হবে। থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন-নতুন মুখ্যমন্ত্রী পদগ্রহণ করতেই ত্রিপুরাতে ফের সাংবাদিক গ্রেফতার
মঙ্গলবার, মেদিনীপুরের (Medinipur) প্রশাসনিক সভায় লোধা সম্প্রদায়ের পক্ষে বালাই নায়েক তাঁদের পড়ুয়াদের লেখাপড়ার বিষয়ে আগ্রহ গড়ে তুলতে কোচিং সেন্টার গড়ে তোলার প্রস্তাব দেন। এদিন সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বিনামূল্যে এলাকায় লোধা পড়ুয়াদের জন্য কোচিং সেন্টার তৈরি করা হবে। একই সঙ্গে তাঁদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত করা হবে। লোধা-শবর উন্নয়ন কমিটিতেও থাকবেন বালাই নায়েক।
আরও পড়ুন-আদিবাসী মহিলাদের নিয়ে ‘উইনার্স টিম’ তৈরির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সামলালেন জলের সমস্যাও
এর পাশাপাশি, ঝাড়গ্রামে পর্যটকদের টানতে সেখানে আরও বেশি করে হোম স্টে গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেখানেও আদিবাসী তরুণ-তরুণীদের যুক্ত করার পরামর্শ দিয়েছেন মমতা। এবিষয়ে সভায় উপস্থিত পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indramil Sen) সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে ক্যাম্প তৈরি করার নির্দেশ দেন তিনি। বলেন, “এসব জায়গায় ঘুরতে এসে পর্যটকরা থাকার সুযোগ পান না। অনেক আদিবাসী ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। তাদের এই পর্যটনের সঙ্গে যুক্ত করে দাও।” সব মিলিয়ে ঝাড়গ্রামের উন্নয়নে একগুচ্ছ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।