জিতে সিটিকে তাড়া ক্লপের লিভারপুলের

এই মুহূর্তে ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে, সমান ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল

Must read

লন্ডন, ১৮ মে : সাউদাম্পটকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে দিল লিভারপুল। যা পরিস্থিতি, তাতে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হচ্ছে লিগের শেষ ম্যাচে। এই মুহূর্তে ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে, সমান ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

আরও পড়ুন-লোধা-শবরদের উন্নয়নে নতুন কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ম্যান সিটি। সেদিনই উলভসের মুখোমুখি হবে লিভারপুল। যদি ম্যান সিটি জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু পেপ গুয়ার্দিওয়াল দল হেরে গেলে, উলভসের বিরুদ্ধে জিতলেই খেতাব ঘরে তুলবে জুরগেন ক্লপের লিভারপুল। পয়েন্ট নষ্ট করলেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যাবে। তাই সাউদাম্পটনের বিরুদ্ধে চাপ মাথায় নিয়েই মাঠে নেমেছিল লিভারপুল। সেই চাপ আরও বাড়িয়ে দেন সাউদাম্পটনের নাথান রেমন্ড। তাঁর গোলে ১৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভাপুল। যদিও ২৭ মিনিটে টাকুমি মিনামিনোর গোলে সমতা ফেরায় তারা। ৬৭ মিনিটে জোয়েল মাটিপের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়।

আরও পড়ুন-নতুন মুখ্যমন্ত্রী পদগ্রহণ করতেই ত্রিপুরাতে ফের সাংবাদিক গ্রেফতার

ম্যাচের পর খেতাব জয়ের সম্ভাবনা প্রসঙ্গে ক্লপের বক্তব্য, ‘‘একবার মনে হচ্ছে আমরাই চ্যাম্পিয়ন হব। আবার মনে হচ্ছে সম্ভব নয়।’’ লিভারপুল কোচের বাড়তি সংযোজন, ‘‘ম্যাঞ্চেস্টার সিটি ঘরের মাঠে খেলবে। তাছাড়া ওদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা বৃহস্পতিবার বার্নলির বিরুদ্ধে খেলেই রবিবার ফের মাঠে নামবে। তাই ক্লান্ত ভিলা কতটা লড়াই করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।’’

Latest article