ধামসা বাজিয়ে, আদিবাসী নৃত্যে পা মিলিয়ে, ঝাড়গ্রামের অনুষ্ঠানে অন্য রূপে মুখ্যমন্ত্রী

Must read

বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে একেবারে অন্য রূপে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সোমবার ঝাড়গ্রামে অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চে আদিবাসী নৃত্যে স্থানীয় পোশাক পরে পা মেলান তিনি। তাঁর পাশেই ছিলেন বন-প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এরপর মুখ্যমন্ত্রী ধামসা-সহ বেশ কয়েকটি আদিবাসী বাদ্যযন্ত্র বাজান।

আরও পড়ুন-সংসদে আদিবাসী উন্নয়ন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন অভিষেক

এদিন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন মঞ্চের পাশে রাখা আদিবাসীদের জীবনশৈলী উপর তৈরি ফটো গ্যালারি। মালা দিলেন বীরসা মুন্ডার ছবিতে। আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এদিন বেলা দেড়টা নাগাদ হেলিকপ্টারে ঝাড়গ্রাম পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই তাঁর প্রথম ঝাড়গ্রামে সফর। একুশের বিধানসভা ভোটে তাঁকে উজাড় করে সমর্থন জানিয়েছে জঙ্গলমহল। এই অনুষ্ঠানের পর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন-ত্রিপুরায় প্রাণ সংশয় অভিষেকের, পাশে বসিয়ে দেওয়া হয় গুন্ডাদের: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

সোমবার রাতে মুখ্যমন্ত্রী থাকবেন পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ‘সুবর্ণরেখা’য়। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামে থেকে ঘাটালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Latest article