বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

Must read

বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই তাঁর প্রথম ঝাড়গ্রামে সফর।

আরও পড়ুন: বিজ্ঞানের সাফল্য, প্লাস্টিক গিলে খাচ্ছে ফাংগাস!

ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। রবিবার, প্রস্তুতি খতিয়ে দেখেন প্রাক্তন সাংসদ উমা সোরেন ও বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত। সন্ধেয় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সাংসদ।

আরও পড়ুন: এসপির ফোনের কল রেকর্ডেই ফাঁস পুলিশের নাটক

প্রশাসন সূত্রে খবর, কলকাতা থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোড়াধরা স্টেডিয়ামে উদ্বোধন করবেন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের। করোনা প্রটোকল মেনে সীমিত সংখ্যক অতিথি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সূত্রে খবর।

সোমবার রাতে মুখ্যমন্ত্রী থাকবেন পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ‘সুবর্ণরেখা’য়। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামে থেকে ঘাটালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Latest article