নতুন রূপে সেজে উঠেছে মিলন মেলা প্রাঙ্গণ। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কী বললেন তিনি ?
* মিলন মেলা প্রাঙ্গণের নাম বদলে বিশ্ববাংলা প্রাঙ্গণ।
* ১৯ তারিখ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে BGBS শুরু হবে, চলবে ২১ তারিখ পর্যন্ত।
* গত দুবছর কোভিডের জন্য BGBS করা যায়নি, এবছর হচ্ছে।
* এখানে বিশ্বমানের অত্যাধুনিক পরিষেবা রয়েছে।
* সারা পৃথিবীতে দেখার মতো জায়গা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন।
* ৩ লক্ষ মানুষ একসাথে আসতে পারবেন।
* এখন বাংলার জিনিস প্রদর্শনের জন্য বাইরে যেতে হবে না।
* দুই থেকে তিন মাসের মধ্যে ধনধান্যে স্টেডিয়াম।
* শঙ্খের আদলে আলিপুরে তৈরি হচ্ছে ধনধান্যে স্টেডিয়াম।
* একশো দিনের কাজে আমরা ১ নম্বরে : মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
* নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেদের নিয়ে গর্ব করুন।
* MSME তেও বাংলা ১ নম্বরে।
* চর্ম শিল্পে বাংলা ১ নম্বরে, বললেন মুখ্যমন্ত্রী।
* সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে বাংলা ১ নম্বরে।
* বাংলা সকলের থেকে এগিয়ে।
* আগামীতে বাংলা আরও এগিয়ে।
* অনেক সংবাদ মাধ্যম মিডিয়া ট্র্যায়াল করছে।
* হাঁসখালির ঘটনা খারাপ, হাঁসখালির ঘটনায় গ্রেফতার হয়েছে : মুখ্যমন্ত্রী।
* হাঁসখালিতে ৫ তারিখ ঘটনা হলে তখনই অভিযোগ দায়ের হল না কেন ?
* হাঁসখালির ঘটনা খারাপ, তবে ছেলে-মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
* কোনও ঘটনা হলে, মিডিয়া দিয়ে, এজেন্সি দিয়ে চাপ দেওয়া হচ্ছে।
* একটা বাচ্চা মেয়েকে নিয়ে কেন টানা হচ্ছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জানাই।
* গ্রেফতারিতে রং দেখা হয় না : মুখ্যমন্ত্রী।
* বন্ধ আমি করতে দেব না। আমরা ইস্যু কে সমর্থন করতে পারি কিন্তু বন্ধ কে সমর্থন করি না : মুখ্যমন্ত্রী
* সিপিআইএম কে দেখলে আমার লজ্জা হয় : মুখ্যমন্ত্রী।
* বাংলায় সবাই মিলেমিশে থাকে, কোনও সম্প্রদায়ের অনুষ্ঠানে সংঘাত হয় না।
* বিভিন্ন সম্প্রদায়ের নববর্ষ আসছে, সবাইকে শুভেচ্ছা।