শিল্প ও কর্ম সংস্থানের দিকে বিশেষ নজর, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনের পর বললেন মুখ্যমন্ত্রী

Must read

মিলন মেলা প্রাঙ্গণ এখন থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “মা ব্রিজের পাশে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ একটি নতুন আইকন। ২২.৩৫ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মেলা প্রাঙ্গণ। এখানে বিশ্বমানের অত্যাধুনিক পরিষেবা রয়েছে। ৩ লক্ষ মানুষ একসাথে আসতে পারবেন। এখন বাংলার জিনিস প্রদর্শনের জন্য বাইরে যেতে হবে না। এখানে রয়েছে মডার্ন ফুড কোর্ট সহ পার্কিং এর জন্যও সুব্যবস্থা। সারা পৃথিবীতে দেখার মতো জায়গা হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন।”

এরপর মুখ্যমন্ত্রী রাজ্যের মুকুটে ওঠা একাধিক পালকের কথা উল্ল্যেখ করে বলেন, ১৯ তারিখ থেকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে BGBS শুরু হবে এবং চলবে ২১ তারিখ পর্যন্ত। গত দুবছর কোভিডের জন্য BGBS করা যায়নি, এবছর হচ্ছে। ১০০ দিনের কাজে বাংলা প্রথম স্থান অধিকার করেছে। MSME-তে বাংলা ১ নম্বর। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেদের নিয়ে গর্ব করুন। চর্মশিল্পেও বাংলা প্রথম, আগামী দিনে আরও বিনিয়োগ হবে।”

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে ধনধান্যে স্টেডিয়াম বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরে শঙ্খের আদলে তৈরি হচ্ছে এই ধনধান্যে স্টেডিয়াম। জঙ্গল সুন্দরী প্রজেক্টে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে রাজ্য সরকার, দেউচা পচামিতে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যের হাতে রয়েছে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তাজপুর পোর্ট এর মতো প্রজেক্ট। বর্তমানে সরকার শিল্প ও কর্ম সংস্থানের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

Latest article