‘দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জানাই’ দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

হাঁসখালির ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ রাজ্যে অন্যায়কে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হয় না।

Must read

হাঁসখালির ঘটনায় রাজনৈতিক রং না দেখেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ রাজ্যে অন্যায়কে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হয় না। সোমবার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাঁসখালির (Hanskhali) ঘটনা খারাপ। অভিযোগ দায়ের হওয়ার পরেই গ্রেফতার হয়েছে। কোনও রাজনৈতিক রং দেখা হয়নি। তবে, ৫ তারিখ ঘটনা ঘটার পরে ১০ তারিখ অভিযোগ দায়ের হয়েছে। কেন তখনই অভিযোগ দায়ের হল না?’ তিনি অভিযোগ করেন, ময়নাতদন্ত না করেই দেহ দাহ হয়েছে। এর পিছনে কী কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-ইন্ডাস্ট্রি ও কর্ম সংস্থানের দিকে বিশেষ নজর, বিশ্বমেলা প্রাঙ্গণ উদ্বোধনের পর বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোক, পাড়ার লোক সবাই সেটা স্বীকার করেছেন। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার্স ছিল শুনেছি। রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন না কি লাভ অ্যাফেয়ার্স বলবেন! আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী খতিয়ে দেখতে। গ্রেফতার হয়েছে।’’ প্রকৃত কারণ খতিয়ে না দেখে রাজনৈতিক রং লাগানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নতুন রূপে মিলন মেলা প্রাঙ্গণ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন তিনি আরো বলেন, ‘কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ!’ তিনি পরিবারের সঙ্গে সমব্যাথী হয়ে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের প্রতি সমবেদনা জানাই। একটি বাচ্চা মেয়েকে নিয়ে কেন টানাটানি হচ্ছে!’ ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Latest article