হিন্দমোটর কারখানা চত্বরে টিটাগড় ওয়াগন কারখানায় মেট্রো ও ব্রডগেজ রেলের কোচ তৈরি শুরু হয়েছে। আজ, বুধবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হিন্দমোটরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে দুই জেলার আরও দু’টি প্রকল্পেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীর। তাঁর এই সফরসূচির জন্য শুক্রবার প্রশাসন এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা ওই জায়গা পরিদর্শন এবং বৈঠক করেছিলেন।
আরও পড়ুন-স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘিরে তুলকালাম
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন লিমিটেডের মূল কারখানা রয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। সেখানে কারখানা অনেকটাই সম্প্রসারিত করা হয়েছে। ওই সংস্থার হেলিকপ্টার তৈরির একটি কারখানা গড়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। হিন্দমোটরের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ওই দুই কারখানারও ভার্চুয়াল উদ্বোধন করলেন।
আরও পড়ুন-ত্রিনিদাদ পৌঁছে গেলেন রোহিতরা
সূত্রের খবর পুনে মেট্রো আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো হবে। এই আধুনিকতম মেট্রোটি বানানোর দায়িত্ব পেয়েছে বাংলা । পুনে মেট্রোর কোচ বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে। উত্তর পাড়ার এই কারখানা থেকে বানানো হবে। আজ উদ্বোধনের পর থেকেই শুরু হয়ে যাবে এর কাজ । ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রযুক্তির মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানে ।অত্যাধুনিক এই কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে মালগাড়ির কোচও । ইতালীয় এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কারখানা শুধু রাজ্য নয়, বলা যায় দেশের জন্য গর্ব হতে চলেছে ।