ত্রিনিদাদ পৌঁছে গেলেন রোহিতরা

এদিকে, বোর্ড সূত্রের খবর, কোভিড আক্রান্ত কে এল রাহুলের পক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলা সম্ভব নয়। তাঁকে শেষ দু’টি ম্যাচে খেলানোর চেষ্টা চলছে।

Must read

পোর্ট অফ স্পেন, ২৬ জুলাই : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে মঙ্গলবারই ত্রিনিদাদ পৌঁছে গেলেন অধিনায়ক রোহিত শর্মা ও দুই তাঁর দুই সতীর্থ ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। এদিন বিসিসিআই নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে হোটেলে ঢুকছেন রোহিত, পন্থ, কার্তিক, ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিন। ভারত থেকে উড়ে আসা আরও দুই ক্রিকেটার কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইও পৌঁছে গিয়েছেন ত্রিনিদাদে।

আরও পড়ুন-আজ জিতলেই ইতিহাস

এদিকে, বোর্ড সূত্রের খবর, কোভিড আক্রান্ত কে এল রাহুলের পক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলা সম্ভব নয়। তাঁকে শেষ দু’টি ম্যাচে খেলানোর চেষ্টা চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ভারত। ত্রিনিদাদে প্রথম ম্যাচ শুক্রবার (২৯ জুলাই)। এরপর ১ ও ২ অগাস্ট দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ত্রিনিদাদ ও সেন্ট কিটসে। তবে শেষ দু’টি টি-২০ রোহিতরা খেলবেন ফ্লোরিডায়। যথাক্রমে ৬ ও ৭ অগাস্ট। ২০২৪ সালের জুন মাসে টি-২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব যৌথভাবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। এই প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা। তার আগে মার্কিন মুলুকে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যেই ফ্লোরিডায় এই দু’টি ম্যাচ আয়োজনের পদক্ষেপ নিয়েছে আইসিসি।

Latest article