পথ দুর্ঘটনায় নিহত শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হাওড়া জেলার শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস (Tapas Biswas)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইটারে মুখ্যমন্ত্রী (Tapas Biswas- Mamata Banerjee) লিখেছেন, “খুবই দুঃখিত যে হাওড়া, শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস (৪৯) গতকাল রাতে বাইকে করে অফিস থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা। লরিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় শ্যামপুর-১ ব্লকে অফিসের ডিউটি সেরে নিজের বাইকে দমদমের দুর্গানগরের বাড়িতে ফিরছিলেন তাপস বাবু। সেই সময় পাঁচলার ধামসিয়ার কাছে ১৬ নং জাতীয় সড়কের কলকাতামুখী লেনে তাপস বিশ্বাসের বাইকে ধাক্কা মারে একটি লরি। তিনি বাইক থেকে ছিটকে পড়েন মাটিতে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আজ ধূপগুড়িতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article