এসএসকেএম (SSKM) যদিও এর আগে বহুবার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। এবার তার ব্যতিক্রম হল না। হাওড়ার এক দিনমজুরের ব্রেন ডেথ হল আর সেই আরও ৭ পরিবারে প্রাণ ফিরিয়ে দিল। কিন্তু কিভাবে? হাওড়ার রাজাপুরের বাসিন্দা, তিনি পেশায় দিনমজুর, নাম হরিপদ রানা (৪৩) পথ দুর্ঘটনার ফলে গত ৯ জুলাই হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন তিনি। গতকাল বিকেলে চিকিৎসকরা জানান তিনি আর নেই। বাড়ির লোককে জানানো হয়, হরিপদ বাবুর ব্রেইন ডেথ হয়েছে।
এবার ব্রেন ডেথ হওয়া মানুষের দুটি হাত অন্য মানুষের দেহে বসল। বাংলার চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব। পূর্ব ভারতে এমন ঘটনা এই প্রথম। কিন্তু সরকারি হাসপাতালের এই আন্তর্জাতিক পর্যায়ের মানোন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই বাংলার চিকিৎসা ব্যবস্থা সাফল্যের শিখরে। তবে শুধু মুখ্যমন্ত্রীই নন, এর পিছনে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা যথেষ্ট প্রশংসার দাবিদার। আর রাজ্যের এমন সাফল্যে খুশি হয়ে এবার টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএমের চিকিৎসক থেকে নার্সদের শুভেচ্ছা জানালেন। এদিন তিনি টুইটারে লেখেন, এক যুগান্তকারী পদক্ষেপ। আমি হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানাই। আপনারা এমন কাজ করে আমাদের গর্বিত করেছেন।
আরও পড়ুন-সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস, শহর জুড়ে মেঘলা আকাশ
প্রসঙ্গত সৌভাগ্যক্রমে হরিপদর রক্তের গ্রুপের সঙ্গেই প্লাস্টিক সার্জারি বিভাগে প্রায় এক বছর ধরে চিকিত্সা্ধীন এক যুবকের মিল পাওয়া যায়। বছর খানেক আগে বৈদ্যুতিক শকে ঝলসে গিয়েছিলেন বিরাটির বাসিন্দা ওই গ্রহীতা। তাঁর ডান হাতের কনুইয়ের নীচ থেকে বাদ দিতে হয়েছিল। শেষে হরিপদ’র হাত প্রতিস্থাপিত হয় ওই যুবকের দেহে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…