বাচিক শিল্পী গৌরী ঘোষের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

Must read

প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ । আবৃত্তি জগতে অন্যতম সেরা পার্থ-গৌরী জুটি আর রইল না । গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্ট্রোক হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারে এই হাসপাতালে স্থানান্তির করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- পুরনো চুক্তিতেই আইএসএলে থাকছে ইস্টবেঙ্গল, দলগঠন নিয়ে ক্লাব কর্তারা কী বললেন ?

গৌরী ঘোষ আকাশবাণীর উপস্থাপক হিসেবে জীবন শুরু করেছিলেন। এর সঙ্গে শুরু হয় বাচিক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টা। আবৃত্তি, বিশেষ করে তার উচ্চারণ স্পষ্ট এবং সঠিক ভাবে প্রকাশ করার ক্ষেত্রে গৌরী ঘোষের বিশেষ ভূমিকা ছিল । স্বামী বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ ঘোষের সঙ্গে জুটি বেঁধে অনেক শ্রুতিনাটক উপস্থাপনা করেছেন গৌরী ঘোষ। তাঁদের যৌথ ভাবে উপস্থাপিত ‘কর্ণকুন্তি সংবাদ’ আজও প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন- বাংলার মহিলাদের “ভিখারি” সম্বোধন করে বিপাকে দিলীপ ঘোষ, হল এফআইআর

আবৃত্তির জগতে বেশ দাপট ছিল গৌরী ঘোষের। তাঁর প্রয়াণে এই মুহূর্তে শোকস্তব্ধ শিল্পীমহল। বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে কন্যার মতোই ভালোবাসতেন গৌরী ঘোষ। তাঁর দেখানো পথেই এগিয়ে যাবেন তাঁরা। পরবর্তী প্রজন্মকে সঠিক ভাবে উপস্থাপনা শিখিয়েছিলেন গৌরী ঘোষ। সেপ্টেম্বর মাসে গৌরী ঘোষের জন্মদিনে নিজের তৈরি তথ্যচিত্র প্রকাশ করতে চান ব্রততী।

সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র বলেন, গায়িকা হলেও গৌরী ঘোষের থেকেই তাঁর উচ্চারণ শেখা। শিল্পী হিসেবে এবং পারিবারিক সূত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের।

তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জ্ঞাপন করেছেন।

তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া ৭১১১০২

স্মারক সংখ্যা: ১১৪/আইসিএ/এনবি
তারিখ: ২৬/৮/২০২১

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট বাচিকশিল্পী গৌরী ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৩ বছর।

তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করছেন।

পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করে।

তাঁর প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি।

আমি গৌরী ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article