প্রয়াত বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। ৯৪ বছর বয়সে শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশজুড়ে আইভিএফ চিকিৎসার জন্য তিনি বিখ্যাত ছিলেন। দেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় তাঁর হাত ধরেই। বিখ্যাত চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে। চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী (Dr. Baidyanath Chakraborty) মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর (Baidyanath Chakraborty) মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে চিকিৎসা ও গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি ডাঃ বৈদ্যনাথ চক্রবর্তীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
আরও পড়ুন: বাংলা নববর্ষ, বাঙালির নতুন বছর
ভারতে আইভিএফ বা কৃত্রিম উপায়ে প্রজনন অর্থাৎ নলজাতক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য। এই বর্ষীয়ান চিকিৎসকের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে ‘বিশিষ্ট চিকিৎসা সম্মান’ (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)-এ ভূষিত করে।