নেতৃত্ব বাড়তি দায়িত্ব পালনের প্রেরণা দেয়, দাবি হার্দিকের 

Must read

মুম্বই, ১৫ এপ্রিল : আইপিএল (IPL) শুরুর আগে অধিনায়কের ভূমিকায় হার্দিক পাণ্ডিয়া কতটা সফল হবেন, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর, সবাইকে চমকে দিচ্ছেন হার্দিক। তাঁর নেতৃত্বে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জিতেছে গুজরাট টাইটান্স। ৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে। হার্দিকও ব্যাটে-বলে চেনা ফর্মে। শেষ কথা বলার সময় এখনও আসেনি। তবে এখনও পর্যন্ত হার্দিকের জন্য এবারের আইপিএল (IPL) দারুণ কাটছে। টানা দু’ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো হার্দিক নিজেও বলছেন, ‘‘নেতৃত্ব আমাকে বাড়তি দায়িত্ব নেওয়ার জন্য উদ্দীপ্ত করে। দলের অধিনায়ক হিসেবে আমি একটা বিষয় নিশ্চিত করতে চেয়েছিলাম। আমার সতীর্থরা যেন আনন্দে থাকে। ম্যাচে হার হোক বা জিত, মাঠে নেমে প্রতিটি মুহূর্ত উপভোগ করে। চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা জিতে পারে।’’ গুজরাট অধিনায়কের বাড়তি সংযোজন, ‘‘এই মন্ত্র এখনও পর্যন্ত দারুণ কাজে লেগেছে। সবচেয়ে বড় কথা, আমরা একে অন্যের সাফল্যে মন থেকে খুশি হই।’’ নিজের ব্যাটিং প্রসঙ্গে হার্দিকের বক্তব্য, ‘‘বাড়তি দায়িত্ব নিতে চাই বলেই চার নম্বরে নিজেকে তুলে এনেছি। আগে আমার ভূমিকা ছিল ১২ বলে ৩০ বা ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলা। তবে এখন চারে ব্যাট করছি বলে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারছি।’’ রাজস্থান ম্যাচে কুঁচকির চোটে নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি হার্দিক। তবে নিজের ফিটনেস নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে গুজরাট অধিনায়ক জানাচ্ছেন, ‘‘এটা সিরিয়াস কিছু নয়। সামান্য টান লেগেছে।’’

Latest article