প্রতিবেদন : এবারও ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Durand Cup)। থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। এ ছাড়াও থাকবেন টুর্নামেন্টের আয়োজক সেনাবাহিনীর জিওসি, ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী ম্যাচে বিনামূল্যের টিকিট রাখা হয়েছে। সোমবার মোহনবাগান তাঁবুতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট দেওয়া হবে। ৩ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং বাংলাদেশ সেনা দল। ২৭ বছর পর বিদেশি দল অংশ নিচ্ছে ডুরান্ডে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee- Durand Cup) ও ক্রীড়ামন্ত্রী দু’দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হওয়ার পর খেলা শুরু হবে বিকেল ৫-৪৫-এ। উদ্বোধনী ম্যাচ শুরুর আগে আধ ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।
আরও পড়ুন- মঙ্গলাহাট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর