রাজ্যের সব জেলা হাসপাতালে টিভি, মিউজিক সিস্টেম, সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

বিশেষজ্ঞরা মনে করছেন কাজের সময় হালকা গান চালিয়ে রাখলে তা মানসিক শান্তি দিতে পারে। এতে মস্তিষ্ক অনেকটাই চাপমুক্ত থাকে।

Must read

রাজ্য স্বাস্থ্য দফতরের (Health department) এবার বড় সিদ্ধান্ত। রাজ্যের সব জেলা হাসপাতালে (Hospital) এবার বসানো হবে টিভি (television) ও মিউজিক সিস্টেম (music system)। চিকিৎসা ক্ষেত্রে মিউজিক থেরাপির কথা ভেবে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চিন্তা করা হয়েছে। সঙ্গীতের সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যের এক নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন গবেষণায় এটা একপ্রকার প্রমাণিত, সঙ্গীত স্মৃতিশক্তি উন্নত করতে বেশ কার্যকরী এক পন্থা। বিদেশেও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সঙ্গীতের ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন-উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সঙ্গীত এক ইতিবাচক মনোভাব তৈরি। গানে মাধ্যমে মানুষের মন মেজাজ ভালো থাকে। যার ফলে যেকোন রোগ থেকেই সুস্থতা আরো অনেকটাই সহজ হয়ে ওঠে।

আরও পড়ুন-মঙ্গলাহাট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশেষজ্ঞরা মনে করছেন কাজের সময় হালকা গান চালিয়ে রাখলে তা মানসিক শান্তি দিতে পারে। এতে মস্তিষ্ক অনেকটাই চাপমুক্ত থাকে। এছাড়া শিশুদের মনে সঙ্গীত অনেক বড় প্রভাব ফেলতে পারে। মস্তিষ্ক এবং শরীরের এক মেলবন্ধনে সৃষ্টি করে সঙ্গীত। এই চিন্তা থেকেই জেলার হাসপাতালে টিভি বা মিউজিক সিস্টেম ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে রোগীদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সকলেই।

Latest article