মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতবেন! দাবি বিজেপি নেতার

Must read

বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কমপক্ষে ৫০ হাজার ভোটে জয়ী হবেন। তাঁর কথায়, একুশের বিধানসভা নির্বাচন থেকে বিজেপি কোনও শিক্ষাই নেয়নি। তখনও যা ভুল করেছিল, এবারও সেই ভুল করলো। বাংলার মানুষের মন পেতে হলে আগে বাঙালি হতে হবে। বাইরে থেকে লোক এনে বাঙালির মন পাওয়া যায় না।

আরও পড়ুন-জল্পনার অবসান, দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

জয় আরও বলেন, বাঙালি প্রার্থীর বদলে ফের ওই কেন্দ্রে অবাঙালি প্রার্থীকে দাঁড় করিয়েছে তারা। আসলে বিজেপি বাংলার এবং বাঙালির চিন্তা-ধারা বুঝতে পারে না। বার বার তারা এই কারণে একই ভুল করেছে। তারা জানে না, ভবানীপুরে অবাঙালি ভোটার থাকলেও তারা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে। কয়েক পুরুষ ধরে থাকার কারণে মনেপ্রাণে তাঁরাও আজ বাঙালি।

আরও পড়ুন-কাল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগেও জয় বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার সরাসরি বিরোধী দলের সর্বোচ্চ নেত্রীর নামে জয়গান করলেন। যা কিন্তু রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপি যে আড়াআড়ি বিভাজন, তা জয়ের মতো নেতাদের মন্তব্যেই স্পষ্ট।

Latest article