প্রতিবেদন : আজ শনিবার খাদিকুলে বাজি বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই যাবেন শালবনিতে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এগরায় অসহায় পরিবারগুলির সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এগরার বিস্ফোরণে মৃতদের পরিবারকে এককালীন আড়াই লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন-প্রতি সপ্তাহে কোভিডে ৬ কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা চিনে!
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, দুর্ঘটনার পরে প্রতিদিনই এই গ্রামে গিয়ে আহত ও নিহতদের পরিবারগুলির পাশে থেকেছেন এই অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। আজ মুখ্যমন্ত্রী এগরায় গিয়ে কী বলেন তার অপেক্ষায় রয়েছেন এই পরিবারগুলির শোকস্তব্ধ মানুষজন।
এগরা থেকে সরাসরি নেত্রী পৌঁছবেন শালবনিতে। সেখানে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে তাকিয়ে জঙ্গলমহলবাসী। মালদহের পর আবারও যৌথ সভায় নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু জঙ্গলমহল বা বাংলার বিষয়ে নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে লক্ষ্য থাকবে সকলের।