প্রতি সপ্তাহে কোভিডে ৬ কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা চিনে!

Must read

আবারও চিনে দাপট দেখাতে শুরু করেছে কোভিড (China- Covid)। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী এবার প্রতি সপ্তাহে চিনে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কোভিডের উপরূপ এক্সবিবি (XBB Varient) যেভাবে দাপট দেখাতে শুরু করেছে তাতে আগামী জুন মাসে সংক্রমণ দ্রুত ঊর্ধ্বমুখী হবে। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে প্রায় ছ’কোটির বেশি মানুষ আক্রান্ত হবেন বলে ইঙ্গিত করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক্সবিবি ওমিক্রন উপরূপের সঙ্গে লড়াইয়ে পরীক্ষামূলকভাবে দুটি নতুন টিকা চালু হয়েছে। চিন (China- Covid) কোভিড নিয়ে জিরো টলারেন্স নীতি থেকে বেরিয়ে আসার পর থেকেই সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু। খুব তাড়াতাড়ি আরও তিন-চারটি টিকা অনুমোদন পাবে বলে সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আরও পড়ুন: অসুস্থ আপ নেতা সত্যেন্দ্র, দেওয়া হল অন্তর্বর্তী জামিন

Latest article