প্রতিবেদন : সাঙ্গ হল বর্ষার পালা। শরতের আকাশে এবারে আগমনির আলো, বাতাসে পুজোর গন্ধ। প্রাণের প্রদীপ জ্বালিয়ে মা দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত ধরা। এই আনন্দের আবহেই এবারে শুরু হতে চলেছে পুজো উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন কলকাতা-সহ বিভিন্ন জেলার বেশ কিছু পুজোর। জানা গিয়েছে, কলকাতার কয়েকটি পুজো ছাড়াও উত্তর ও দক্ষিণের ২৪টি জেলার মোট ৮৩৬টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগেই সূচনা হবে বাংলার দুর্গোৎসবের। লক্ষণীয়, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকেই বাংলার দুর্গোৎসব পেয়েছে বিশেষ মাত্রা৷
আরও পড়ুন-ভয়াবহ অবস্থা যোগীরাজ্যে, নাবালিকার উপর অত্যাচার, গণধর্ষিতার হাত-পা বাদ দিতে হল
পায়ে আঘাতের কারণে চিকিৎসকদের পরামর্শে গত বেশ কয়েকদিন কালীঘাটের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি প্রশাসনিক কাজকর্ম সারছেন সেখান থেকেই। ভার্চুয়াল বৈঠক করছেন, প্রয়োজনীয় নির্দেশ এবং পরামর্শ দিচ্ছেন ফোনেও। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে তাঁর বাড়িতেই। এদিনই বিকেল ৪টে ১৫ মিনিটে তাঁর রেসিডেন্সিয়াল অফিসের কনফারেন্স হল থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন কলকাতা এবং জেলার বিভিন্ন পুজোর। প্রায় সব পুজোর আয়োজনেই এখন চলছে শেষ তুলির টান৷ এরপর রয়েছে শহরের একগুচ্ছ পুজোর উদ্বোধন।