বিহারের বক্সারে লাইনচ্যুত, নর্থ-ইস্ট এক্সপ্রেস, মৃত পাঁচ

বিহারের বক্সারের কাছে রাত ৯:৪৫ মিনিট নাগাদ ট্রেনের ২১টি কামরা ছিটকে পড়ে পাশের জমিতে। রেলের উদ্ধারী দল দেরিতে আসে

Must read

প্রতিবেদন : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ঘা শুকতে না শুকতেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (train accident)। এবার বিহারের বক্সারের কাছে রঘুনাথপুরে দিল্লি-অসমগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস। ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। মৃত ৫, আহত বহু। দিল্লি থেকে তিনসুকিয়া যাচ্ছিল ট্রেনটি। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিমি।

আরও পড়ুন-ভয়াবহ অবস্থা যোগীরাজ্যে, নাবালিকার উপর অত্যাচার, গণধর্ষিতার হাত-পা বাদ দিতে হল

বিহারের বক্সারের কাছে রাত ৯:৪৫ মিনিট নাগাদ ট্রেনের ২১টি কামরা ছিটকে পড়ে পাশের জমিতে। রেলের উদ্ধারী দল দেরিতে আসে। স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। তবে মৃতের সংখ্যা বাড়বে। ফের রেলের ব্যর্থতায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। হেল্পলাইন নম্বর ৮৩০৬১৮২৫৪২, ৭৭৫৯০৭০০০৪।

Latest article