আজ ঝাড়গ্রামে ৯৫ প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী, শিলান্যাস ১৩৯-এর

জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : জঙ্গলমহল সফর মানেই জেলাবাসীর কাছে কল্পতরু মুখ্যমন্ত্রী। বুধবার জেলাসফরের প্রথম দিনই কপ্টার থেকে নেমে শবরপাড়ায় জলসমস্যার কথা শুনে দ্রুত মেটানোর নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের। বুধবার বাঁকুড়ার প্রশাসনিক সভা শেষ করে দুপুর ২.২৫ নাগাদ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ইন্দিরা দেবী কলেজ লাগোয়া হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর কপ্টার ল্যান্ড করে। সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা প্রমুখ। কপ্টার থেকে নামার পরই তাঁকে দেখার জন্য উপস্থিত মানুষজন উৎসাহে হাত নাড়াতে থাকেন।

আরও পড়ুন-ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামতাড়ায়, মৃত ১২, আহত বহু

তিনিও এগিয়ে যান তাঁদের দিকে। এলাকার কাটাবাড়ি শবরপাড়ার মহিলারা একযোগে তাঁর কাছে জলসমস্যার কথা তুলে ধরেন। তার আগে মুখ্যমন্ত্রী তাঁদের কাছে জানতে চান চাল, লক্ষ্মীর ভাণ্ডার পান কিনা। তাঁরা সমস্বরে হ্যাঁ বলে জানান। গীতা শবর বলেন, ‘দিদি আমাদের পাড়ায় জলকষ্ট আছে। পাম্পের ব্যবস্থা হলে ভাল হয়।’ শুনে মুখ্যমন্ত্রী উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের দ্রুত পাম্প বসানোর নির্দেশ দেন। এরপর সেখান থেকে গাড়িতে একলব্য বিদ্যালয়ের পাশ দিয়ে ট্যুরিস্ট কমপ্লেক্সে ফিরে যান। পথে একলব্যের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বেতন নিয়ে কথা বলেন। কলেজ মোড়ে স্থানীয় মানুষ তাঁর পায়ের অবস্থা কেমন জানতে চান। জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে। সেই সভা থেকে বিভিন্ন পরিষেবা দান-সহ ২১৩ কোটি ৪১ লক্ষ টাকার মোট ৯৫টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া ১৩৯টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি যার জন্য বরাদ্দ হয়েচে ২৭৪ কোটি ২৮ লক্ষ ৩৮ হাজার টাকা।

Latest article