সংবাদদাতা, বহরমপুর : মুর্শিদাবাদবাসীকে ৭০০ কোটি টাকার প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, সাগরদিঘির ধুমার পাহাড় মাঠের অনুষ্ঠানে। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করলেন। মঞ্চ থেকে পাট্টা বিতরণ, স্বল্পমূল্যে পেঁয়াজ সংরক্ষণ ঘর, তিনচাকার সাইকেল বিতরণ, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষান ক্রেডিট কার্ড, সবুজসাথী, জয় জোহার-সহ নানান প্রকল্পে জেলার ১২ হাজার ৮০০ জনকে পরিষেবা প্রদান করলেন।
আরও পড়ুন-শরীরের যত্ন নিলে আরও ১০ বছর বাঁচতেন সুব্রত, সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, সবুজসাথী প্রকল্প অষ্টম পর্যায়ে। ১ লক্ষ ৩০ হাজার পড়ুয়াকে সোমবার থেকে সাইকেল দেওয়া শুরু হল। দু’ বছরে ১৮ লক্ষের বাড়িতে জল পৌঁছবে। এই মুহূর্তে পাঁচ লক্ষ বাড়িতে জল পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। বহরমপুরে ১১ কোটির ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হয়েছে। ৬৭ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। এছাড়া কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট ১ কোটি ৫৫ লক্ষ। সভাস্থল থেকে রাজ্য সরকারের ব্যয়ের নথি ও কাজের বিষয়ও তুলে ধরেন।
আরও পড়ুন-রাজ্য পুলিশ প্রশাসনের তৎপরতা, আটকে-পড়া ভেসেল থেকে উদ্ধার হলেন ৬০০ পুণ্যার্থী
বলেন, মুর্শিদাবাদ জেলাকে ৭০০ কোটি টাকার প্রকল্প দিয়ে গেলাম এবং ৭৯ কোটি টাকার শিলান্যাস করা হল। সভায় ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান, জেলা পরিষদ সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, দুই তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান, বিধায়ক জাকির হোসেন ও অপূর্ব সরকার, পুুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায় প্রমুখ।