বিডিওকে চাকরি খাওয়ার হুমকি দিলেন সিপিএম নেতা

বিডিওর কলার ধরে প্রকাশ্যে তাঁর চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন এক সিপিএম নেতা। বারাসতের কদম্বগাছি এলাকার ঘটনা।

Must read

সংবাদদাতা, বারাসত : বিডিওর কলার ধরে প্রকাশ্যে তাঁর চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন এক সিপিএম নেতা। বারাসতের কদম্বগাছি এলাকার ঘটনা। ঘটনায় স্থানীয় সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বারাসতের কদম্বগাছি এলাকায় সিপিএমের একটি পথসভা চলছিল। সেখানে বক্তা ছিলেন অভিযুক্ত সব্যসাচী চট্টোপাধ্যায়। সেই সভা থেকেই ওই সিপিএম নেতা বারাসত ব্লক ১ এর বিডিওকে ৭২ ঘণ্টার মধ্যে কলার ধরে হাইকোর্টে টেনে নিয়ে গিয়ে চাকরি খেয়ে ফেলার হুমকি দেন। এই ঘটনা সামনে আসার পরই তীব্র প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবির থেকে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ৭০০ কোটির প্রকল্প উপহার

এই প্রসঙ্গে বারাসতের তৃণমূল সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কাকলি ঘোষদস্তিদার বলেন, সিপিএম বরাবরই হিংসার রাজনীতি করে। খুন-খারাপি, হুমকি, অশালীন মন্তব্য করাই ওদের কাজ। সেই জন্য বাংলার মানুষ ওদের ত্যাগ করছে। ওদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। অভিযোগ, রবিবার সন্ধ্যায় সিপিএমের কর্মিসভায় ওই সিপিএম নেতা বলেন, প্রধান সাহেব আপনি যে ওই লোকটাকে বলেছেন যা করার করে নিবি, দেখে নেব তোকে। আমি আপনাকে ও বিডিওকে বলে গেলাম ৭২ ঘণ্টার মধ্যে যদি ওঁর আবাস যোজনার ঘরের টাকা ওঁর অ্যাকাউন্টে না ঢোকে তবে বিডিওর কলার ধরে হাইকোর্টে নিয়ে যাব আমরা। চাকরিটা খেয়ে নেব।

 

Latest article