মুখ্যমন্ত্রীর বই ফেরি, সঙ্গে একুশের প্রচার

বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান নিয়ে অভাবের সংসার চালাতে ট্রেনে ট্রেনে হকারি করেন মুখ্যমন্ত্রীর লেখা এবং নিজের লেখা কিছু ছড়ার বই।

Must read

সংবাদদাতা, হুগলি : হুগলির ভাই দাস তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত। বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান নিয়ে অভাবের সংসার চালাতে ট্রেনে ট্রেনে হকারি করেন মুখ্যমন্ত্রীর লেখা এবং নিজের লেখা কিছু ছড়ার বই। কিন্তু ফি বছর একুশে জুলাই এলে তার মন কেঁদে ওঠে। নিজের মতো করে প্রচার চালান। এবারও জুলাইয়ের ১০ থেকে ২০ কুড়ি তারিখ পর্যন্ত একবেলা হকারি করে রাত পর্যন্ত ট্রেনে ট্রেনে একুশের স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাত্রীদের আবেদন জানাচ্ছেন।

আরও পড়ুন-হারানো দিনের স্মরণীয় নায়িকা মণিমালিকা কণিকা

তিনি বলেন, ‘১৯৯৮ থেকে একুশে জুলাইয়ের অনুষ্ঠানে যত বাধাবিঘ্নই থাকুক, হাজির হই। আমার ক্ষুদ্র ক্ষমতায় ট্রেনে দিদির হয়ে প্রচার চালাই।’ ভাই দাস জানান, এবার বাংলার বাইরে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা গোয়া, অসম, এমনকী মোদির রাজ্য গুজরাট থেকেও প্রচুর মানুষ দিদির সভায় আসবেন। এবারের সভা অতীতের সব রেকর্ড ছাপিয়ে ঐতিহাসিক চেহারা নিতে চলেছে।

Latest article