প্রতিবেদন : মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। প্রাকৃতিক বিপর্যয়ের রোষে ভয়ঙ্কর পরিস্থিতি কংগ্রেস শাসিত এই রাজ্য। প্রকৃতির রোষানলের মোকাবিলা করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে হিমাচল। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দাবি, পর্যটকদের জন্য হিমাচল প্রদেশ এখন নিরাপদ। তারই মাঝে প্রাকৃতিক দুর্যোগ-বিধ্বস্ত হিমাচল প্রদেশের সরকারকে বিপর্যয় মোকাবিলার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্য দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন-সাংসদ তহবিলের টাকায় শুরু হল কলতানের সংস্কার
বৃহস্পতিবার বিধানসভায় একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাহায্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী আসলে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন। কারণ, মোদি বিরোধী এই জোটের অন্যতম শরিক কংগ্রেস। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন সোনিয়া গান্ধী। সংসদের বিশেষ অধিবেশনে বিরোধীরা কী কী বিষয়ে আলোচনা চাইছে, তা তিনি চিঠিতে তুলে ধরেছেন। সেখানেও বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক বিপর্যয়ের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেছেন সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় সরকার যাতে এই বিপর্যয়ের পর হিমাচলকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য হিসেবে ঘোষণা করে, তার আর্জি জানান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্য ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ।