অশোকস্তম্ভ খোদাই করা রুপোর থালায় খাবেন বিদেশি অতিথিরা!

Must read

প্রতিবেদন : আজ, শুক্রবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে জি-২০ শীর্ষ বৈঠক (Delhi- G20 Summit)। যার জন্য ব্যস্ততা তুঙ্গে এখন। জি-২০ সম্মেলনে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা হাজির হবেন। আর তাঁদের আপ্যায়নের জন্য বানানো হয়েছে সোনা ও রুপোর পাত্র। আর এইসব পাত্রের মাঝে বসানো হয়েছে অশোকস্তম্ভ। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ক্ষুব্ধ দেশবাসী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আসবেন। জানা গিয়েছে, সোনা এবং রুপোর বাসনে খাবার পরিবেশন করা হবে বাইডেন, ঋষি সুনকদের। জয়পুর থেকে নিয়ে আসা হয়েছে সেইসব সোনা-রুপোর বাসন। টেবিলে যে থালা, গ্লাস, চামচ, বাটিতে খাবার পরিবেশন করা হবে অতিথিদের সেগুলি সবই রুপো এবং সোনা দিয়ে কোটিং করা। অতিথিদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে সোনার কোটিং করা গ্লাসে। জি-২০ সম্মেলনের জন্য ২০০ জন কারিগর প্রায় ১৫ হাজার রুপোর পাত্র তৈরি করেছেন।

আরও পড়ুন-হিমাচল প্রদেশকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

তবে এই ধরনের সোনা-রুপোর পাত্র তৈরির জন্য যেভাবে টাকা খরচ করা হয়েছে, তাতে ক্ষুব্ধ নাগরিকদের একাংশ। ইতিমধ্যেই তাঁরা কেন্দ্র সরকারের জলের মতো টাকা খরচ করা নিয়ে বিরোধিতা শুরু করেছেন। দেশের জাতীয় পাখি ময়ূরের প্রতীক ব্যবহার করা হয়েছে অতিথিদের পরিবেশন করার জন্য বাসনে।
তবে সামাজিক মাধ্যমে অতিথিদের খাবার পরিবেশনের জন্য বাসনের যে ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা গিয়েছে রুপোর থালার মধ্যে অশোকস্তম্ভের ব্যবহার। আর তা নিয়েই উঠেছে প্রশ্নচিহ্ন। দেশের জাতীয় প্রতীককে এইভাবে খাবারের থালায় দেখে আপত্তি জানিয়েছেন অনেকেই। জি-২০ (Delhi- G20 Summit) এবং অন্যান্য ঘটনাকে হাতিয়ার করে মুখে জাতীয়তাবাদের জিগির তোলা কেন্দ্রীয় সরকার এবং বিজেপি কীভাবে এই পদক্ষেপ করল প্রশ্ন উঠেছে তা নিয়েও।

Latest article