মুখ্যমন্ত্রীর মাস্টার ব্লাস্টার প্রকল্পে কাঁপছে বিরোধীরা

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তিনি মা-বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়ে যাচ্ছেন নয়, টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও রেখেছেন।

Must read

সংবাদদাতা,বর্ধমান : গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে অন্যতম হাতিয়ার মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আসন্ন লোকসভা ভোটে বিরোধীদের বুকে কাঁপন ধরিয়েছে তাঁর এই মাস্টার ব্লাস্টার প্রকল্প। বিরোধীদের সবথেকে বেশি দুশ্চিন্তার কারণও বাংলার মহিলাদের জন্য সরকারের এই প্রকল্প। সম্প্রতি মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা বাড়িয়েছেন। চলতি এপ্রিল মাস থেকেই সেই টাকা পেতে শুরু করেছেন মহিলারা।

আরও পড়ুন-ভোটের প্রতীক্ষায় পরিবারের ১২০০ সদস্য

লক্ষ্মীর ভাণ্ডার যে নির্বাচনী ময়দানে বিরাট জায়গা দখল করেছে টের পাওয়া গেল বৃহস্পতিবার পূর্বস্থলীর শ্রীরামপুরে। বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসাবে পরিচিত গ্রামবাংলায়। এই দিনে প্রায় প্রতি ঘরেই পূজিতা হন গৃহলক্ষ্মী। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্যে বাড়তি লক্ষ্মীলাভের আনন্দে শ্রীরামপুরের প্রায় ১৭টি জায়গায় মহিলারা রীতিমতো ধুমধাম করে লক্ষ্মীপুজো করলেন। আয়োজক মহিলারা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আজ বিশেষভাবে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন। তাঁদের কামনা, ধনধান্যে লক্ষ্মীর ভাণ্ডার যেন সারা বছরই ভর্তি থাকে। পুজো উপলক্ষে এলাকায় উপস্থিত হন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, বিজেপির কুৎসা, অপপ্রচার ও বঞ্চনা সত্ত্বেও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়ে কথা রাখেন তা তিনি প্রমাণ করেছেন। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তিনি মা-বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়ে যাচ্ছেন নয়, টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও রেখেছেন। বাংলার মা-বোনেরা বর্ধিত হারে টাকা পেতে শুরু করেছেন। তাই আজ এই এলাকার ঘরে ঘরে মহানন্দে পূজিতা হচ্ছেন লক্ষ্মীদেবী। আর এই দৃশ্য দেখে বিরোধীদের চোখের ঘুম উড়ে গিয়েছে।

Latest article