সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর জেলাসফর মানেই একগুচ্ছ উন্নয়নের কর্মযজ্ঞ। তাই এবার মুখ্যমন্ত্রীর সফরের আগেই চূড়ান্ত উৎসাহ পুরুলিয়া জেলা জুড়ে। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পুরুলিয়া আসছেন। প্রশাসনিক জনসভা করবেন পুরুলিয়া দুই নম্বর ব্লকের হুটমুড়া ময়দানে। সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পরিষেবা প্রদান করবেন বিভিন্ন জনমুখী প্রকল্পের। নেত্রীর সেই সভা নিয়ে প্রস্তুতি শুরু করে দিল জেলা নেতৃত্ব। আলোচনা শুরু হল উন্নয়নের বিষয়গুলি নিয়েও।
আরও পড়ুন-সমর্থকদের কথা শুনবে ইস্টবেঙ্গল, আইএসএল-ব্যর্থতা
জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই উপলক্ষে এক সভা হল। সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো ও স্বপন বেলথরিয়া, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতি ও সভানেত্রী, ব্লকস্তরের নেতারা। সেখানে ঠিক হয়েছে, প্রশাসনিক সভা হলেও মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বিপুল। তাঁকে দেখার আগ্রহ বহু মানুষের। তাই তাঁদের সভায় আনার বিষয়টি নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে এদিন আলোচনা হয় দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত কর্মসূচি সফল করার বিষয়েও।