বিধানসভায় বনমহোৎসবে নিজের লেখা কবিতার মধ্য দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বনসৃজনের জন্যে বনদফতকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hasnda)

Must read

পশ্চিমবঙ্গ বিধানসভায় (Assembly) আজ পালিত হল বনমহোৎসব। নিজের লেখা কবিতার মধ্য দিয়ে সবুজ বাঁচানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেশি করে গাছ লাগানোর কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-অভিষেককে গ্রেফতারের গোপন মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে

রাজ্যে বনসৃজনের জন্যে বনদফতকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hasnda)। মমতা বলেন, “আমি সবুজ ভালবাসি, অরণ্য ভালোবাসি। আকাশ ভালবাসি। একটা গাছের পাতা পরে গেলে মনে হয় কাঁদছে। আবার গাছে সবুজ পাতা এলে মনে হয় প্রকৃতি মাতা হাসছে।“ মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা নদীমাতৃক রাজ্য। ভাঙ্গন প্রবণ। ইয়াসের পর অনেক ম্যানগ্রোভ লাগানো হয়েছে সরকারের তরফ। ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে নিজের লেখা সবুজ বাঁচানোর বার্তা দেওয়া একটি কবিতা পড়েন মুখ্যমন্ত্রী।

Latest article