নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : হারিয়ে যাচ্ছে কচিকাঁচারা (Child Disappearance)। বিজেপিশাসিত তিন রাজ্য সহ দেশের রাজধানী দিল্লিতে শিশুদের নিখোঁজ (Child Disappearance) হয়ে যাওয়ার পরিসংখ্যানে গভীর উদ্বেগে রয়েছেন সমাজকর্মীরা। দেশে শিশুদের নিয়ে কাজ করা একটি অসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্ট দেখে চোখ কপালে উঠেছে শিশু কল্যাণ সংস্থাগুলির। হারিয়ে যাওয়া শিশুর সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দেশের রাজধানী দিল্লি। সমীক্ষায় জানানো হয়েছে, যোগীর উত্তরপ্রদেশের ৫৮টি জেলায় দৈনিক ৮ জন শিশু নিখোঁজ হয়। তারমধ্যে ৬ জনই মেয়ে। অন্যদিকে ২০২১ সালেই রাজধানী দিল্লির আটটি জেলায় প্রতিদিন গড়ে পাঁচটি শিশু হারিয়ে গিয়েছে বলে জানিয়েছে চাইল্ড, রিলিফ অ্যান্ড ইউ বা ক্রাই নামের সংস্থাটি। এই রিপোর্টে বলা হচ্ছে, ২০২১ সালে মধ্যপ্রদেশে দৈনিক গড়ে ২৯টি শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। ক্রাই বলছে, ২০২১ সালের পরিসংখ্যানের নিরিখে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ছেলেদের থেকে শিশুকন্যাদের নিখোঁজের সংখ্যা ৫ গুণ বেশি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর সংখ্যা ৮ হাজার ৭৫১ এবং ৩ হাজার ১৭৯। ক্রাই তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিল। তারই জবাবে জানানো হয়েছে, ২০২১ সালে এই দুই রাজ্যে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে মধ্যপ্রদেশে ১০ হাজার ৬৪৮ এবং রাজস্থানে ৫ হাজার ৩৫৪ জন। ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের। সেখানে নিখোঁজ নাবালিকার সংখ্যা সবচেয়ে বেশি। ক্রাইয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, মধ্যপ্রদেশে শিশুদের নিখোঁজ হওয়া ২৬ শতাংশ এবং রাজস্থানে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমাজকর্মীদের আশঙ্কা, নিখোঁজ মেয়েদের অধিকাংশই আসলে পাচারের শিকার। তাদের জোর করে যৌনপেশায় নামানো হচ্ছে।
আরও পড়ুন: চিনি রফতানিতে বাঁধল সীমা