শিশুপাচারকাণ্ড : কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বাঁকুড়ায় বিক্ষোভ তৃণমূলের

Must read

বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের মদত রয়েছে শিশুপাচারকাণ্ডে। সরাসরি এই অভিযোগ তুলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। সুভাষ সরকারের পদত্যাগ দাবি করে প্রতিবাদে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রবিবার বাঁকুড়ার সদর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। বাঁকুড়া জেলা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, ‘কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ শিশুপাচারকাণ্ডে গ্রেফতার। কেন্দ্রীয়মন্ত্রীর ছবি রয়েছে তাঁর সঙ্গে। কেন্দ্রের শাসক দল এসব দেখেও কেন মুখে কুলুপ এঁটেছে? আমরা প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই।’ তাঁর আরও বক্তব্য, এত বড় ঘটনার পর প্রধানমন্ত্রীর দফতরই বা কেন নীরব?

আরও পড়ুন-অভাবনীয়! মোদি-যোগীর রাজ্য থেকে বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে অসংখ্য আবেদন

প্রসঙ্গত, শিশুপাচার কাণ্ডে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বাঁকুড়া। জেলার কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার। পুলিশ তদন্ত করে বের করেছে আরও অনেক তথ্য। কিন্তু পাচারকাণ্ডের শিকড় যে কোথায় লুকিয়ে তাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্ন আরও জোড়াল হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে গ্রেফতার হওয়া অধ্যক্ষ কমলকুমার বাজোরিয়ার ছবি সামনে আসতেই। রাজনৈতিক মহলে যা রীতমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা এই প্রসঙ্গে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। বিরোধীদের প্রশ্ন, যে কোনও ইস্যুতে বিজেপি কোমর বেঁধে নেমে পরলেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে চুপ কেন? কেন্দ্রীয় দলের চুপ থাকাকেই বিরোধীরা সম্মতির লক্ষণও ভেবে নিচ্ছে।

Latest article