প্রতিবেদন : মুড়িমুড়কির মতো বিক্রি হয়। ডিমের মতো কৌটোর মধ্যে ঠাসা চকোলেট। কচিকাঁচাদের কাছে কিন্ডার এগের জনপ্রিয়তা তুঙ্গে। এবার সাবধান হওয়ার পালা। কারণ, সেই লোভনীয় চকোলেটেই লুকিয়ে বিপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কমপক্ষে ১১টি দেশে কিন্ডার জয় সারপ্রাইজ এগ চকোলেট থেকে মারাত্মক সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৫০ শিশু চকোলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
আরও পড়ুন-যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে বাহিনীকে পরামর্শ বায়ুসেনাপ্রধানের
তাদের মধ্যে ন’জনের অবস্থা সঙ্কটজনক। সংক্রমিত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বাজার থেকে কিন্ডারের পণ্য প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সংস্থাটির বেলজিয়ামের কারখানায় তৈরি পণ্যগুলি থেকেই সংক্রমণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান। কিন্ডার উৎপাদনকারী সংস্থা ফেরেরো জানিয়েছে, সতর্কতার কারণে স্বেচ্ছায় এই পণ্য প্রত্যাহার করার সিদ্ধান্ত। কোনও পণ্যেই এখনও সালমোনেলা টাইফিমিউরিয়াম মেলেনি। তবু বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে পদক্ষেপ করা হচ্ছে। বিশ্ব জুড়ে ১১৩টি দেশে এই চকোলেট রফতানি করা হয় বেলজিয়াম থেকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সালমোনেলা সংক্রমণের সঙ্গে টাইফয়েডের উপসর্গের মিল পাওয়া যায়। বমি, পেট ব্যথা, ঝিমুনি ভাব, জ্বর, ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা দেয়। সময়ে সতর্ক না-হলে মৃত্যুও হতে পারে।