যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে বাহিনীকে পরামর্শ বায়ুসেনাপ্রধানের

হতে পারে সেটা অল্প কয়েকদিনের জন্য। তাই সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে বায়ুসেনাকে সবসময় তৈরি থাকতে হবে।

Must read

প্রতিবেদন : বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। যে কোন সময় বায়ুসেনাকে প্রয়োজন হতে পারে। হতে পারে সেটা অল্প কয়েকদিনের জন্য। তাই সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে বায়ুসেনাকে সবসময় তৈরি থাকতে হবে। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন দেশের বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরি।

আরও পড়ুন-কোকাকোলা কিনে নেব, তাতে মেশাব কোকেন মাস্ক-ট্যুইটে হইচই

ওই অনুষ্ঠানে বায়ুসেনাপ্রধান স্পষ্ট বলেন, এই মুহূর্তে সীমান্তের দিকে আরও সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। ভারত ও ভুটানের সীমান্তবর্তী অত্যন্ত স্পর্শকাতর জায়গা৷ ডোকলাম। সেখানে যে কোন মুহূর্তে অচলাবস্থা তৈরি হতে পারে। তাই বায়ুসেনাকে আগে থাকতেই প্রস্তুত থাকতে হবে। অনেকেই মনে করছেন, সম্প্রতি ডোকলামে চিনা সেনাদের অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়টিকে মাথায় রেখেই এই সতর্কবার্তা দিয়েছেন বায়ুসেনা প্রধান। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, বায়ুসেনা প্রধানের এই পরামর্শের পিছনে পাকিস্তান এক বড় কারণ। সম্প্রতি ইসলামাবাদে ক্ষমতার পালাবদল ঘটেছে। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সে দেশের সেনাবাহিনী এবং গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতের পুতুল। ফলে পাকিস্তানে ভারত-বিরোধী কার্যকলাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সে কথাও মাথায় রেখেছেন বায়ুসেনাপ্রধান।

Latest article