কোকাকোলা কিনে নেব, তাতে মেশাব কোকেন মাস্ক-ট্যুইটে হইচই

মাস্কের মশকরায় মাত ট্যুইটার। যদিও সেটা যে মজা, তা বুঝতেই চলে গিয়েছে বেশ খানিকটা সময়।

Must read

প্রতিবেদন : মাস্কের মশকরায় মাত ট্যুইটার। যদিও সেটা যে মজা, তা বুঝতেই চলে গিয়েছে বেশ খানিকটা সময়। তার মধ্যেই ভাইরাল ট্যুইট। সকাল সকাল এলন মাস্ক তাঁর সদ্য কেনা মাইক্রোব্লগিং সাইটে বিস্ফোরক ট্যুইট করেন। লেখেন, এবার ভাবছি, কোকাকোলা কিনে নেব। পুরনো ওই কোকেন মেশানো ব্যাপারটাও ফিরিয়ে আনব। স্বভাবতই তাঁর এই পোস্টে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন-পুতিনের নতুন দাদাগিরি, ফেলো রুবল, নাও গ্যাস

কারণ, কোকেন বিশ্বের প্রায় সর্বত্রই নিষিদ্ধ মাদকের গোত্রভুক্ত। যদিও কোকাকোলায় বহু আগে একসময় সত্যিই কোকেন মেশানো হত। ঘটনাচক্রে এই ব্র্যান্ডের ‘কোকা’ শব্দের উদ্ভব আদতে কোকেন থেকেই। মজার ছলেই, মাস্ক প্রায় শতবর্ষ পুরনো ইতিহাসের কথা উল্লেখ করেছেন। তবে অনেকেই মনে করছেন, কোকেন মেশানোর বিষয়টি নেহাতই ঠাট্টা হলেও কোকাকোলা যে তিনি কিনবেন না, এমন ভাবারও কারণ নেই। অতীতে মাস্কের বহু বক্তব্য লোকে রসিকতা ভেবে উড়িয়ে দিয়ে পস্তেছেন। মাস্ক আবার হালে এটাও বলে রেখেছেন, তিনি আরও একটি বিশ্ববিখ্যাত কোম্পানি কিনবেন। সেটা ম্যাকডোনাল্ডস। এবং কেনার পর ওই কোম্পানির বিগড়ে যাওয়া সব ক’টি আইসক্রিম মেশিন সারাই করবেন।

Latest article