পুতিনের নতুন দাদাগিরি, ফেলো রুবল, নাও গ্যাস

এবার ইউরোপের দেশগুলিতে জ্বালানি সরবরাহে দাদাগিরি শুরু করে দিলেন পুতিন। রুবলে দাম না-মেটালে কেউ জ্বালানি পাবে না

Must read

প্রতিবেদন : এবার ইউরোপের দেশগুলিতে জ্বালানি সরবরাহে দাদাগিরি শুরু করে দিলেন পুতিন। রুবলে দাম না-মেটালে কেউ জ্বালানি পাবে না। ক্রেমলিনের ঘোষণা এমনই। জানা যাচ্ছে, রুবলে দাম দিতে নারাজ ইউরোপের দুই দেশে ইতিমধ্যেই জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, দায়ে পড়ে রুবল গুনেই জ্বালানি কিনছে ইউরোপের চারটি দেশ।

আরও পড়ুন-বুচায় রুশ তাণ্ডব ঘুরে দেখলেন গুতেরেস

ইউক্রেন যুদ্ধের আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্চের শেষদিকে ঘোষণা করেছিলেন, শত্রুর মতো আচরণকারী কোনও দেশ রাশিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চাইলে তাদের রুবলের মাধ্যমে দাম চোকাতে হবে। তাঁর সেই ঘোষণাই আপাতত কার্যকর হচ্ছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। ইউরোপের ২৩ দেশে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে রাশিয়া। তবে এখনও পর্যন্ত বহু দেশই রুবলে দাম পরিশোধের পুতিন-শর্ত প্রত্যাখ্যান করেছে। যার জেরে বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় রুশ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-লাইন পেরোতে মৃত্যু হলে ক্ষতিপূরণ নয়

স্বভাবতই রাশিয়ার এই পদক্ষেপে আশঙ্কিত বাকি ইউরোপ। জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, গ্যাস বন্ধ করে রাশিয়া ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, গ্যাস সরবরাহের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে চুক্তি আছে, তাতে কোথাও রুবলে দাম দেওয়ার কথা উল্লেখ করা নেই। ফলে গ্যাস বন্ধ করে মস্কো চুক্তিভঙ্গ করেছে। বুলগেরিয়াও জানিয়েছে, বিষয়টিকে তারা রাশিয়ার চুক্তিভঙ্গ হিসেবেই দেখছে। পোল্যান্ডও জানিয়েছে, তারাও রাশিয়াকে রুবলে গ্যাসের দাম দেবে না। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানি নিয়ে ক্রেমলিন যে ব্ল্যাকমেল করবে, আমরা তা আগেই অনুমান করেছিলাম। রাশিয়ার এই অনৈতিক কাজের যোগ্য জবাব দেওয়া হবে।

Latest article