ভারত ভূখণ্ডে সেতুনির্মাণ চিনের, মেনে নিল কেন্দ্র

Must read

নবনীতা মন্ডল, নয়াদিল্লি: ভারত ভূখণ্ডে ঢুকে দুটি সেতু (Bridge) নির্মাণ করেছে চিন (China)। অবশেষে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মেনে নিল মোদি সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেন, আমরা চিনের তরফের দ্বিতীয় সেতু তৈরি করার খবর পেয়েছি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা মনে করছি এই জায়গা দখল করা হয়েছে। চিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছি আমরা৷

আরও পড়ুন: দিল্লি পুলিশে ৮৩৫ কনস্টেবল নিয়োগ সারা দেশ থেকে

প্রসঙ্গত, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্যাংগং (Pangong Lake) হ্রদের উপর একটি বিশাল সেতু নির্মাণ করছে। এটি চিনের দ্বিতীয় সেতু, যা ভারত সীমান্তের খুব কাছে ট্যাঙ্ক, সাঁজোয়া যানের মতো ভারী সামরিক যান পরিবহণে সক্ষম। চিনের তৈরি প্রথম সেতু এখন সম্পূর্ণ। ২০২১ সালের শেষের দিকে প্যাংগং হ্রদের ওপর প্রথম সেতু (Bridge) নির্মাণের কাজ শুরু করে চিন। গতমাসে সেটি শেষ হয়। এবার প্রথম সেতুকে ব্যবহার করে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু করেছে চিনা (China) সেনা। প্রথম সেতুর ওপর দিয়েই ক্রেনসহ নির্মাণসামগ্রী আনা হচ্ছে। দ্বিতীয় সেতু নির্মাণের পর প্যাংগং–এ পৌঁছনোর পথ আরও সহজ হবে৷

Latest article