করোনার প্রকৃত তথ্য গোপন করছে চিন, তোপ হু–র

চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি হু-র আশঙ্কা, করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে বেজিং।

Must read

চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি হু-র আশঙ্কা, করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে বেজিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রাস অ্যাডহোম ঘেব্রেইসাস বলেন, চিনে ফের যেভাবে করোনার প্রকোপ বাড়ছে তাতে তাঁরা খুবই উদ্বিগ্ন। তাঁর আশা, চিন করোনা সংক্রান্ত প্রকৃত তথ্য সকলকে জানাবে। করোনা ঠেকাতে হু-র নীতি-নির্দেশিকাও মেনে চলবে। চিনে টিকাকরণ অভিযান আরও দ্রুত হওয়া দরকার। এ বিষয়ে হু-র পক্ষ থেকে বেজিংকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন-পেলের ক্রিসমাস হাসপাতালেই

চিনের সমালোচনা করে অ্যাডহোম বলেন, কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি। সে দেশের অতিমারি পরিস্থিতি সম্পর্কে খুব সামান্য তথ্যই প্রকাশ্যে এসেছে। বেজিং যদি প্রথম দিকে বিষয়টি জানিয়ে দিত তাহলে এই রোগ হয়তো মহামারীর আকার নিত না। উল্লেখ্য, ইউহানে চিনের সরকারি পরীক্ষাগারের করোনা ভাইরাস তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠলেও চিন বরাবরই তা অস্বীকার করেছে। সম্প্রতি চিনে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা।

আরও পড়ুন-আর্জেন্টিনার মুদ্রায় মেসির ছবির প্রস্তাব

তার প্রেক্ষিতে হু প্রধানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, করোনায় মৃত্যুর সংখ্যা কম করে দেখাতে চিন করোনায় মৃত্যুর সংজ্ঞা কিছুটা বদল করেছে। সেই কারণেই কমছে মৃত্যুর সংখ্যানও। যদিও চিনের বাস্তব পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালগুলিতে রোগীর ভিড় উপচে পড়ছে। বেড না পাওয়ায় মাটিতে শুয়ে রেখেই চলছে চিকিৎসা। শ্মশানেও পড়েছে দীর্ঘ লাইন।

Latest article