প্রতিবেদন : ফের বিতর্কিত মন্তব্য করে দলকে চরম সমস্যায় ফেললেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্ম্যণম স্বামী (BJP Leader Subramanian Swamy)। এবার তিনি তোপ দেগেছেন খোদ দলের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে। পাশাপাশি এই বিজেপি নেতা নিশানা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও। স্বামীর দাবি, নেহরু এবং বাজপেয়ীর নির্বুদ্ধিতার জন্যই তিব্বত এবং তাইওয়ান চিনের হাতে চলে গিয়েছে। এমনকী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করতে ছাড়েননি স্বামী। মোদীকে কটাক্ষ করে বলেছেন, চিন সীমান্তে আগ্রাসন চালালেও মোদি নীরব দর্শক হয়ে বসে থাকেন। তাঁর মুখ থেকে একটি শব্দও শোনা যায় না।
আরও পড়ুন: পেলোসি তাইওয়ানে, মার্কিন রাষ্ট্রদূতকে তলব বেজিংয়ের
বুধবার স্বামী (BJP Leader Subramanian Swamy) ট্যুইট করেন, নেহরু এবং অটলবিহারী বাজপেয়ীর নির্বুদ্ধিতার জন্য চিনের কাছে তিব্বত এবং তাইওয়ানকে হারিয়েছি আমরা। এখনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মান্যতাই দেয় না চিন। লাদাখের অংশ দখল করে নিলেও মোদি দর্শকের মতো বসে থাকেন। মানুষকে বিভ্রান্ত করে তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। একই সঙ্গে স্বামী মোদির বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগও তুলেছেন। স্বামী ট্যুইট করেন, চিনের বোঝা উচিত, সব সিদ্ধান্তের পিছনেই রয়েছে ভোট। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন স্বামী। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, দেশে বিজেপিই একমাত্র দল হিসাবে থাকলে গণতন্ত্র দুর্বল হবে। একবার মোদির বদলে নীতীন গড়কড়িকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এমনকী, তাঁর সাফ কথা, মোদির ভ্রান্ত আর্থিক নীতির কারণে দেশের পরিকাঠামো দুর্বল হচ্ছে।