পেলোসি তাইওয়ানে, মার্কিন রাষ্ট্রদূতকে তলব বেজিংয়ের

Must read

প্রতিবেদন : বেজিংয়ের তীব্র আপত্তি উড়িয়ে দিয়ে তাইওয়ান সফরে গেছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি (Nancy Pelosi)। মার্কিন স্পিকারের এই তাইওয়ান সফর ঘিরে আমেরিকা ও চিনের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার বেজিংয়ে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতকে তলব করে পেলোসির সফর সম্পর্কে জবাবদিহি চেয়েছে জিনপিং সরকার। পাশাপাশি বেজিং এদিন তাইওয়ান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকী, তাইওয়ানে বালি রফতানিও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। এক দিনের ঝটিকা সফর সেরে বুধবার তাইওয়ান ছাড়লেন পেলোসি। যাওয়ার আগে সে দেশের রাজধানী তাইপেইতে দাঁড়িয়ে তিনি লাল ফৌজের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস মনে করিয়ে দেন।
চিনের বিদেশ দফতরের সহকারী মন্ত্রী জি ফেং এদিন সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে জরুরি তলব করেন। চিনা বিদেশ মন্ত্রক পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান সফরের তীব্র প্রতিবাদ করেছে। তবে এখানেই শেষ নয়, পেলোসির উপস্থিতির মধ্যেই সেনা অভিযান চালিয়ে তাইওয়ান দখলের হুমকিও দিয়েছে চিন। পেলোসি তাইপেতে পৌঁছনোর পরেই তাইওয়ানের চারিদিক ঘিরে থাকা বিভিন্ন প্রদেশের লালফৌজকে জরুরি মহড়ার নির্দেশ দিয়েছে চিনের প্রতিরক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ওই বিশেষ মহড়া চলবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তাইওয়ানকে ঘিরে চিন ও আমেরিকার মধ্যে এবার সরাসরি লড়াই বাঁধতে পারে। পেলোসির তাইওয়ানে পৌঁছনোর পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াং ই বলেন, মার্কিন সংসদের স্পিকারের সফরের পর তাইওয়ানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য যা-যা পদক্ষেপ করার, তা করা হবে। সমস্ত রকম ভয়াবহ পরিণতি ভোগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রস্তুত থাকতে হবে। চিনা বিদেশ দফতরের মুখপাত্র হুয়া চুনইয়ং মঙ্গলবারও পেলোসির সফর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটনকে। তিনি বলেছেন, এর জন্য বড় মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন: মানুষের উন্নয়নই অগ্রাধিকার: নবনিযুক্ত মন্ত্রীদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article