অরুণাচল প্রদেশের (China- Arunachal Pradesh) নাম বদলের চতুর্থ তালিকা প্রকাশ করল চিন। এই রাজ্যের ৩০টি জায়গার নাম বদলে চিনা নাম রাখল বেজিং। এই ঘটনা একেবারেই নতুন নয় আগেও বহুবার ঘটেছে। ২০১৭ সালে প্রথম নাম বদল করেছিল চিন। তার পর ২০২১, ২০২৩ এবং শেষ ২০২৪। এবারের নাম বদলেও ক্ষুব্ধ ভারত। চিনের নাম বদল নিয়ে কটাক্ষের সুরে ভারত জানিয়েছে, নাম বদলে লাভ নেই। নাম বদলালেই ওদের (চিনের) হয়ে যাবে না।
হংকংয়ের একটি দৈনিক সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশকে (China- Arunachal Pradesh) চিন জাংনান নামে ডাকে। অরুণাচলের ৩০টি জায়গার ভৌগোলিক নাম পরিবর্তন করেছে বেজিং। এরমধ্যে রয়েছে ১১টি বসতি এলাকা, ১২টি পার্বত্য অঞ্চল, ৪টি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ ও একখণ্ড জমি। চিনা মন্ত্রকের তরফে ওই সব অঞ্চলের মানচিত্রও প্রকাশ করা হয়েছে। এর পাল্টা জবাব দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘‘অরুণাচল প্রদেশ চিরকাল ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নাম বদলালেই ওদের (চিনের) হয়ে যায় না। নাম বদলে কোনও লাভ হবে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনাবাহিনী রয়েছে।“
আরও পড়ুন-ইমরানের ১৪ বছরের কারাদণ্ডে স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট
লোকসভা ভোটের আগেই ফের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা আলোচনার মাধ্যামে মেটানো সম্ভব বলে সোমবার বিশ্বভারতীতে দাবি করলেন দিল্লির চিনা দূতাবাস কর্তা মা চিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন যাত্রার ১০০ বছর সম্পর্কে দু’দিন ব্যাপী আলোচনাসভা চলেছে বিশ্বভারতীতে। সেই সভায় যোগ দিয়ে দূতাবাস কর্তা বলেন, ‘‘অরুণাচল ঘিরে ভারত ও চিনের সমস্যা অস্বীকার করা যাবে না। এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। ভারত-চিনের মধ্যেই কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে আলোচনা চলছে। এই সমস্যা সমাধান কঠিন। তবুও আমরা আশাবাদী যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে।“