কর্মীসঙ্কটের জেরে মঙ্গলেও ভিস্তারার ৩৮টি বিমান বাতিল! রিপোর্ট তলব কেন্দ্রের

Must read

কর্মীসঙ্কট ভিস্তারায় (Vistara)। সোমবার গোটা দেশে ৫০টি বিমানের পর মঙ্গলবারও ৩৮টি বিমান বাতিল করল ভিস্তারা। এর জেরে সমস্যায় যাত্রীরা। মুম্বইয়ে ১৫টি, দিল্লিতে ১২টি এবং বেঙ্গালুরুতে ১১টি বিমান বাতিল করা হয়।

মঙ্গলবার ভিস্তারার (Vistara) তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “কর্মীর অভাব-সহ নানা কারণে গত কয়েক দিন ধরে বহু বিমান বাতিল থাকছে এবং বিমান অবতরণ এবং ছাড়ার ক্ষেত্রেও দেরি হচ্ছে।“ গতকাল ১৬০টি বিমান দেরিতে ছেড়েছিল। একইসঙ্গে যাত্রীদের সমাধানের যথাসাধ্য চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে ভিস্তারা। সমস্যার মোকাবিলায় আগামী কয়েক দিন বিমান পরিষেবার সংখ্যা কমাতে চাইছে সংস্থাটি। এর মধ্যেই ভিস্তারার বিমান বাতিল নিয়ে সংস্থাটির কাছে সবিস্তার রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সংস্থাটির কাছে বিমান বাতিলের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আরও পড়ুন- ফের অরুণাচলের ৩০ টি জায়গার নাম বদল! নাম বদলালেই চিনের হয়ে যায় না, কটাক্ষ ভারতের

এদিকে ভিস্তারার পাইলটরা গণছুটি নিয়েছেন। সংস্থার নতুন বেতন কাঠামোয় সন্তুষ্ট নয় পাইলটরা। সংস্থার তরফে সমস্ত পাইলটদের মেল পাঠিয়ে শীঘ্রই নতুন বেতন কাঠামোয় সই করতে বলা হয়েছে এবং এর অন্যথা হলে কড়া পদক্ষেপের কথাও বলা হয়েছে। এরপরেই বেঁকে বসেন পাইলটরা। পরপর বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।

Latest article