গোত্র ‘মা-মাটি-মানুষ’: মদনমোহন মন্দিরে পুজো অভিষেকের, শুরু রাজনৈতিক কর্মসূচি

Must read

কোচবিহারে সাংগঠনিক বৈঠক শুরুর আগে মদনমোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার ‘মা-মাটি-মানুষ’ এই গোত্রেই কোচবিহারের  কুলদেবতা মদনমোহন বাড়িতে পুজো দিলেন তিনি। প্রথমে মদনমোহন ও পরে একে একে তারা, কালী ও মা ভবানীর পুজো দেন অভিষেক।

জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে সোমবার সকালেই শিলিগুড়ি পৌঁছন অভিষেক (Abhishek Banerjee)। সেখানে প্রথমে ঝড়ের জেরে আহতদের সঙ্গে দেখা করন অভিষেক এবং পরে বিকেলে তিনি আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব এবং এরপর জলপাইগুড়ি, দার্জিলিং-সহ অন্যান্য জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন। আজ সকালে, রাসমেলার মাঠে অভিষেকের হেলিকপ্টার নামে। সেখান থেকে অভিষেক সোজা চলে যান মদনমোহন মন্দিরে। সেখানে পুজো দেন। এরপর নিউটাউন এলাকায় দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূলের নির্বাচনী কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন তিনি।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জেলায় বিধানসভা ধরে ধরে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে বৈঠক করেছেন। সেখানেও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন অভিষেক। বেঁধে দিয়েছেন জয়ের মার্জিনের টার্গেট।

আরও পড়ুন- কর্মীসঙ্কটের জেরে মঙ্গলেও ভিস্তারার ৩৮টি বিমান বাতিল! রিপোর্ট তলব কেন্দ্রের

অভিষেকের কথায়, নজর থাকবে বুথে। প্রতি বুথে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হবে। তাহলেই কাঙ্খিত জয় আসবে। জয় মানে বিজেপির মতো মিথ্যাচার করে জয় নয়। মানুষের কাছে যেতে হবে। অভিযোগ শুনতে হবে। অভিযোগ শুনে ফিরে এলে চলবে না। তার সমাধান করতে হবে। তিনি নিজেও সেটা করেন। সারা রাজ্যে যেখানে মানুষ তাঁকে অভাব অভিযোগের কথা বলে, সেখানে সাধ্য মতো দ্রুত তা সমাধান করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কথা দিয়ে কথা রাখেন- এটা এখন জেনে গিয়েছে বাংলার মানুষ। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত সমিতি, জেলাপরিষদ বা পুরসভায় কোনও সমস্যা থাকলে তা অবিলম্বে মেটানোর তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মতে, তাহলেই ভোটে জেতা স্বার্থক। তার কারণ, মানুষের কাজ করার জন্যই প্রতিনিধি নির্বাচন।

২০১৯ সালে কোচবিহার কেন্দ্র থাকে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। বর্তমানে তিনি বিদায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়া। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জমি শক্ত করতে আজ অভিষেক কী বার্তা দেবেন সেদিকে তাকিয়ে রয়েছে দল।

Latest article