লাদাখের পাওয়ার গ্রিডে হামলা চিনের

Must read

প্রতিবেদন : সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় ভারতীয় সেনার সঙ্গে এখন এঁটে উঠতে পারছে না চিন (China)। ভারতীয় সেনা রীতিমতো লাল ফৌজের চোখে চোখ রেখে কথা বলছে। এই পরিস্থিতিতে বেজিংয়ের একমাত্র লক্ষ্য হল, যে কোনওভাবে ভারতকে বিব্রত করা, তাদের ব্যস্ত রাখা। সেই লক্ষ্য পূরণে এবার চিন সরকারের মদতপুষ্ট হ্যাকাররা হামলা চালাল ভারতের পাওয়ার গ্রিডে (Power Grid)। জানা গিয়েছে, উত্তর ভারতের সাতটি লোড ডেসপ্যাচ সেন্টারে এই হামলা চালিয়েছে চিনা হ্যাকাররা। রেকর্ডেড ফিউচার নামে এক গোয়েন্দা সংস্থা এমনটাই জানিয়েছে।

গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, গত কয়েক মাসে তাঁরা অন্তত সাতটি ভারতীয় লোড ডেসপ্যাচ সেন্টার চিনা (China) হ্যাকারদের হামলা চালানো লক্ষ্য করেছেন। এই লোড ডেসপ্যাচ সেন্টারগুলি লাদাখের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও গ্রিড (Power Grid) নিয়ন্ত্রণের কাজ করে। খুব সম্ভবত পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতানোর উদ্দেশ্যেই এই কাণ্ড করেছে বেজিং। ২০২১ সালের অগাস্ট মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই হামলা চালানো হয়েছে। তবে শুধু পাওয়ার গ্রিডে নয়, দেশের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম এবং একটি বহুজাতিক লজিস্টিক সংস্থার উপরেও হামলা চালিয়েছিল চিনা হ্যাকাররা।

আরও পড়ুন-পুতিনের দুই মেয়ের উপর নিষেধাজ্ঞা আমেরিকার

সম্প্রতি গোটা বিশ্বেই সাইবার হামলার ঘটনা যথেষ্ট বেড়েছে। ২০২১ সালে আমেরিকার পূর্ব উপকূলে একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপ লাইনের উপরেও সাইবার হামলা হয়েছিল। হামলা হয়েছিল অস্ট্রেলিয়ার পাওয়ার গ্রিডেও। ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে ছিল। ওই সংঘর্ষের পর থেকেই নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। সমস্যা সমাধানে ১৩ বার দু’ দেশের সেনা কমান্ডার পর্যায়ের আলোচনা হয়েছে। কিন্তু তাতেও উদ্ভূত সমস্যা এখনও মেটেনি। বেজিংয়ের লক্ষ্য হল, যেকোনওভাবে ভারতকে আঘাত করা। সেই লক্ষ্যেই চিনা হ্যাকাররা পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে।

Latest article