প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পাওয়ার ঘন্টাখানেকের মধ্যে তৎপর হল পুলিশ। বাইপাসের চিংড়িঘাটা ক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে কড়া ভাষায় পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওই ক্রশিংয়ে নিয়মিত ভাবে দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে এই ঘটনা বন্ধ করতে হবে। প্রতিটি মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এ সব চলতে দেওয়া যাবে না। দুর্ঘটনা বন্ধ করার জন্য তিনি কলকাতা ও বিধাননগর পুলিশকে সমন্বয় রেখে কাজ করতে কড়া ভাবে নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে তিনি সিপি ও ডিজিকেও প্রয়োজনীয় নির্দেশ দেন। তাঁর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসরে নেমে পড়ে পুলিশ। চিংড়িঘাটা ক্রশিংয়ে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, বিধাননগরের সিপি সুপ্রতীম সরকার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পাণ্ডের মতো পুলিশের শীর্ষকর্তারা। এদিন বেলার দিকে চিংড়িঘাটা ক্রশিংয়ে কড়া পুলিশি নজরদারি দেখা যায়। ২৪ ঘন্টা আগেই মঙ্গলবার সকালে চিংড়িঘাটা ক্রশিংয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান এক যুবক।